মোঘল সম্রাজ্যঃ সবুজ জমিনে হলুদ সূর্য এবং চিতাবাঘ অথবা সিংহ

মোঘল সম্রাজ্য (Mughal Empire) শুরু হয় সম্রাট বাবর (Babur), অর্থ সিংহ-এর পানিপথের যুদ্ধে জয় এবং দিল্লী অধিকারের মাধ্যমে। সম্রাট বাবর মায়ের দিক থেকে চেংগিস খান (Gengis Khan) এবং বাবার দিক থেকে তৈমুর লঙ (Timur-e-lung) এর বংশধর। বাবরের আদি বাড়ি মধ্য এশিয়ায়, আরো স্পেসিফিক বললে সমরকন্দের আশেপাশে। বাবরের আপন চাচা সমরকন্দ শাসন করেছেন, বাবর নিজেও করেছেন।
সমরকন্দের প্রতীক ছিল ‘লিওপার্ড’ (Leopard), বাংলায় যা চিতাবাঘ। সমরকন্দের পুরাণ অনুযায়ী একদিন পাহাড় থেকে একটি চিতাবাঘ নেমে আসে, এরপর শহরের বিভিন্ন রাস্তা, ঘরবাড়ি ঘুরে আবার সেই পাহাড়ে ফিরে যায়। তারপর থেকেই তারা চিতাবাঘকে ক্ষমতা ও মহত্বের প্রতীক হিসেবে মনে করে। সমরকন্দে চিতাবাঘের প্রতীকের ব্যবহার প্রায় সবকিছুতেই পাওয়া যায়। ধারনা করা হয়, এই প্রতীকটি পূর্বে সিংহ ছিল, যা আরব ও তুর্কি শাসনের সময়ে চিতাবাঘে পরিণত হয়। সমরকন্দের নিকটতম প্রতিবেশী পারস্যে (Persia) সিংহ ছিল পবিত্র এবং ইসলামিক বিশ্বাস ও ঐতিহ্যর সাথে সংহতিপূর্ণ।
বাবর এবং মোঘল সম্রাজ্য ভারতবর্ষে আসার পর তারা সবুজকে তাদের রাজকীয় রঙ হিসেবে বেছে নেয় এবং সবুজ জমিনে, হলুদ সূর্য হয়ে উঠে তাদের রাজকীয় পতাকা ও চিহ্ন (চিত্রঃ ০২)। তবে অধিকাংশ মানুষ মতে, সবুজ জমিনে হলুদ সূর্যের সাথে একটি হলুদ সিংহও ছিল (চিত্রঃ ০১)। এবং বর্তমানে এই সিংহ সহ প্রতীকটিকেই ‘সত্য’ হিসেবে মনে করা হয়। 

চিত্রঃ ০১, মোঘল পতাকা
চিত্রঃ ০২ মোঘল পতাকা (দাবিকৃত)

অথচ, এলেক্স রাদারফোর্ড এর বিখ্যাত ইম্পায়ার অব দ্য মুঘল সিরিজ মতে প্রতীকটি হবার কথা বাঘ। সম্রাট আকবর তার ‘বাংলা অভিযান’- এর সময়ে কাঠের তৈরী মুখ ব্যাদান করা বাঘ সজ্জিত নৌকায় অবস্থান করেন এবং অভিযান পরিচালনা করেন। তার একটি পোষা চিতাবাঘ ছিল এবং তিনি তার প্রথম বিয়েতে কনের ভাইকে আরেকটি চিতাবাঘ উপহার দেন (ইম্পায়ার অব দ্য মুঘল সিরিজের তৃতীয় বই  “রুলার অব দ্য ওয়ার্ল্ড দ্রষ্টব্য)। এলেক্স এর এই দাবিটি খুবই সংগত মোঘলদের ইতিহাস বিবেচনায় নিলে। চিতাবাঘ আর সিংহের প্রসংগ শেষ করে এবার সবুজ রঙ নিয়ে চিন্তা করি।
মুসলিমদের মধ্যে সবুজ স্বর্গের রঙ হিসেবে পরিচিত এবং পবিত্রতাকে চিহ্নিত করে। মুসলিমদের মধ্যে হযরত মুহাম্মদ (সঃ) এর মেয়ে ফাতিমা (রাঃ) এর অনুসারীরা ফাতিমিদ বা শিয়া হিসেবে পরিচিত। এরা সবুজ রঙ-কে নিজেদের রঙ হিসেবে চিহ্নিত করে। এই মুসলিম সম্রাজ্য, মোঙ্গল কর্তৃক আক্রান্ত হয়ে নানা ঘটনা শেষে তিনভাগে বিভক্ত হয় (অটোমান, সাফাভিদ এবং মুঘল)। এই তিনভাগের মধ্যে সাফাভিদ আর মোঘলদের পতাকা প্রায় একই রকম (চিত্রঃ ০৩)। 
চিত্রঃ ০৩, সাফাভিদ পতাকা
দুটি রঙ সবুজ হলেও এর মধ্যে পার্থক্য রয়েছে। কোড ৩০৬০৩০ দিয়ে সবুজ রঙের একটি বিশেষ ধরন, “মুঘল গ্রীণ” কে চিহ্নিত করা হয়। সবুজের এই বিশেষ শেডটিই মুঘলরা ব্যবহার করতেন বলে কথিত আছে। হলুদ সূর্য আসলে সূর্যের আলো, যৌবন, তেজ ও ক্ষমতা বোঝায়, এর অতিউজ্জ্বল অবস্থাটিকে আমলে নিয়ে।
আমি মনে করি, মুঘলদের প্রতীকে সিংহ থাকার কথা নয়। হয়ত আওরঙ্গজেব পরবর্তী মুঘলদের সময়ে এই প্রতীক চিতাবাঘ থেকে সিংহ-তে পরিনত হয়েছে।

সাহায্যকারী রেফারেন্স:

https://en.m.wikipedia.org/wiki/Flag_of_the_Mughal_Empire

https://en.m.wikipedia.org/wiki/Flag_of_the_Mughal_Empire

https://www.quora.com/Why-do-the-flags-of-the-Safavid-and-Mughal-empires-look-the-same

free download lynda coursefree download wordpress themesdownload wordpress themesudemy course free downloadfree download wordpress themeswordpress plugins crackedwordpress themes crackedwordpress plugins crackedlynda course free downloadwordpress plugins cracked

Share the Experience

Tahmid Hasan

Tahmid Hasan

Mr Hasan has been working as an Anthropologist for over five years, focusing primarily on health and climate change among vulnerable populations.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Scroll to Top